স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : খোয়াই মহকুমায় চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় শুক্রবার। ঘটনার বিবরণে জানা যায় চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুদিন পর পরই চোরের দল চুরি করে নিয়ে যায় জলের ট্যাপ এবং বিভিন্ন পাইপ।
খোয়াই থানায় অভিযোগ জানানোর সত্ত্বেও থানা থেকে তদন্ত করতে পুলিশ যায় না। থানা থেকে তদন্ত করতে না আসার বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। সরকারি সেন্টারে চুরির ঘটনায় একবারও তদন্ত করতে না আসায় খোয়াই থানার বিরুদ্ধে অভিযোগ জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডক্টর প্রিয়ংকা দেববর্মা। তিনি বলেন, গত ২৫ শে জুন একবার হাসপাতালের বিভিন্ন জিনিস চুরি হয়েছে, আবার বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে।