স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : দুষ্কৃতিকারীদের কোন জাত পাত হয় না। তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। গন্ডাছড়ায় গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত দুষ্কৃতিকারীরা জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছিল। সেটা প্রত্যক্ষ করা গেছে গত ১২ জুলাই গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সাথে কথা বলার পর। তাদের বোঝানো হয়েছে যাতে কোনভাবেই জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি না হয়।
তারা যাতে শরণার্থী শিবির থেকে নিজ ভীটে মাটিতে ফিরে গিয়ে তাদের পার্শ্ববর্তী জনজাতি অংশের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে। কারণ এই জনজাতি অংশের মানুষ এই ১৯৮০ সালের দাঙ্গার সময় তাদের বুকে আগলে রেখেছিল। সুতরাং যারা তাদের সর্বস্ব নিঃস্ব করে দিয়েছে তারা কোন নির্দিষ্ট অংশের মানুষ নয়। তাদের একটাই পরিচয় তারা দুষ্কৃতিকারী। শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস উদ্যোগে আয়োজিত আদিবাসী গৌরব মহাসভায় এই কথাগুলি বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুক্তধারায় আয়োজিত এ দিনের কর্মসূচিতে তিনি আরো বলেন, আজকের এই অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত রাখা। কারণ বিশ্বের মধ্যে ৯০ টি দেশের মধ্যে রয়েছে আদিবাসী অংশের মানুষ। তারা সাত হাজার ভাষায় কথা বলে। তাদের বিভিন্ন অধিকার রয়েছে। সেই অধিকার যাতে সুরক্ষিত থাকে তার জন্য আজকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। আয়োজিত এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আর শেষ কুমার সাহা বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব।