স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : উপ নির্বাচনের আগে ঘর গুছাতে তৎপর ভাজপা।রবিবার ভারতীয় জনতা পার্টির ৬ আগরতলা মন্ডলের ১১ এবং ১২ নাম্বার ওয়ার্ডের কর্মীদের নিয়ে কার্যকরতা সম্মেলন অনুষ্ঠিত হয়। হিন্দি হায়ার সেকেন্ডারী স্কুলে ওয়ার্ড ভিত্তিক এই কার্যকরতা সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। আসন্ন বিধানসভার উপ নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সম্মেলন করা হচ্ছে।
মণ্ডলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা, মত বিনিময় এবং সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে এই কার্যকরতা সম্মেলন গুরুত্বপূর্ণ। আগামী কিছুদিনের মধ্যে উপ নির্বাচনে দলীয় কর্মীরা মানুষের কাছে যাবে। তবে সকলের কাছে এটা অনাকাঙ্খিত উপ নির্বাচন। ২৫ বছরের সিপিএম-র অপশাসন থেকে মুক্ত হতে যাদের বিধায়ক করেছিল মানুষ। আজ তারাই সেই সেই দলের হয়ে কাজ করছে। তাই কার্যকরতাদের তাদের বিরুদ্ধে সঠিক জবাব দিতে হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।