স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : রবিবার রাজ্য সরকার এবং সরকারের প্রধান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে ধন্যবাদ জানিয়ে মিছিল করে বিজেপি তপশীল জাতি মোর্চা । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস সহ অন্যান্যরা। মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। ২০২২-২৩ সালের বাজেট পেশ হয়েছে বিধানসভায়।
এই ধরনের জন কল্যাণমুখী বাজেট আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এই জন কল্যাণমুখী বাজেট পেশ করতে পেরেছে। রাজ্যের ৩৭ লক্ষ মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে। সমাজের সকল স্তরের মানুষের স্বার্থে এই বাজেট করা হয়েছে। তপশীল জাতিদের আর্থিক ভাবে সহায়তা প্রদান, ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা এই বাজেটে রাখা হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল আয়োজন বলে জানান তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস।