Monday, February 17, 2025
বাড়িরাজ্যধর্মঘট সফল করতে দাবি জানাল সি আই টি ইউ

ধর্মঘট সফল করতে দাবি জানাল সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : দেশের দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশনের ডাকে আগামী ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘটের হল দেশে উদারবাদী অর্থনীতি অবস্থা শুরুর পর ২১ তম ধর্মঘট। মানুষ তার দাবি-দাওয়া এবং অধিকার প্রতিষ্ঠার জন্য এই ধর্মঘট। রবিবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

তিনি বলেন, যারা এ ধর্মঘট পছন্দ করছে না তারা বলছে ধর্মঘটের ফলে মানুষের রুটিরুজির উপর আঘাত আসবে। তাই সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে ধর্মঘট খুব আনন্দের সাথে সংঘটিত করার কথা বলা হচ্ছে না। ধর্মঘট করতে বাধ্য হচ্ছে দেশে শ্রমিক ও সাধারণ অংশের মানুষরা। কারণ দাবি-দাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা, লড়াই, আন্দোলন করার পরেও কিছুটা পিছু পা হলেও দেশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনা জারি রেখেছে সরকার। তাই এই ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় সম্পদগুলি কিছুটা হলেও রক্ষা করা গেছে। দেশে এবং রাজ্যে বিভিন্ন জিনিসপত্র অস্বাভাবিক মূল্য এবং মানুষের জীবন মানে দুর্বিষহ হয়ে যাওয়ায় এ ধর্মঘট পালন করতে এগিয়ে আসা দরকার। যেহেতু শাসক গোষ্ঠী মানুষের জীবনের সমস্যা সমাধানে বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করছে না। তাই এই ধর্মঘটের মধ্য দিয়ে দেশ এবং রাজ্যের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদী হতে আহ্বান জানানো হচ্ছে সি আই টি ইউ -র পক্ষ থেকে। ধর্মঘটে আশা করা হচ্ছে রাজ্যের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সাড়া দেবে বলে জানান শংকর প্রসাদ দত্ত।

সি আই টি ইউ পক্ষ থেকে মানুষের ১২ দফা দাবি তুলে ধরে ধর্মঘটে সামিল হতে আহ্বান জানানো হয়েছে। দেশের আর্থিক অবস্থা বর্তমান সরকারের কারণে ভেঙে পড়েছে। দেশ এবং রাজ্যে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। রেগা টাকার পরিমাণ এবং দৈনিক কাজ কমিয়ে দিয়েছে সরকার। কিন্তু পূর্বতন সরকারের আমলে এই রেগার কাজ দিয়ে মানুষের জীবিকা নির্বাহ করা হয়। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এতটাই ভয়াবহ রূপ ধারণ করছে দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। শুধু রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে না তারা। জায়গাগুলি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এমনকি তারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। আসলেই দেশটাকে একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে সরকার। আমজনতার সম্পদ আর থাকছে। তাই বলা হচ্ছে দেশ বাঁচাও, মানুষকে বাঁচাও। এই ধর্মঘটের ভারতীয় মজদুর সংঘের সামিল হওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। ধর্মঘট সমর্থনে গত কয়েকদিনে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এবং কৃষক-শ্রমিকদের সংগঠনগুলি প্রচারে নামছে দেখা গেছে। তাই এখন শাসক দলের কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে। যাতে মানুষ ধর্মঘট সফল না করে। কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ ধরনের ভয়-ভীতি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে শাসক দল। তাই এই ধর্মঘটে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মানিক দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য