স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন আমবাসায় জলের জন্য পথ অবরোধ করল গ্রামবাসী। অভিযোগ আমবাসা পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের জহরনগর সাধুটিলা এলাকার লোকজনের। তারা বিগত সাত দিন ধরে জলের তীব্র সংকটে ভুগছে।
বহুবার পুর পরিষদের কাউন্সিলর সহ আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো এলাকার লোকজন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শংকর চক্রবর্তী। শেষমেষ শংকর চক্রবর্তীর আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়।