Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবিদ্যালয়ের সময় সূচি নিয়ে ক্ষোভ অভিভাবক মহলে

বিদ্যালয়ের সময় সূচি নিয়ে ক্ষোভ অভিভাবক মহলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের নতুন সময় সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। জানা যায় বিদ্যালয়ের নার্সারি ও কেজি ওয়ানের আগে সময় সূচি ছিল সকাল ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত। নতুন সময় সূচি অনুযায়ী সময় বৃদ্ধি করে সাড়ে ৬ টা থেকে সাড়ে ১০ টা করা হয়েছে।

অভিভাবকদের বক্তব্য নার্সারির শিশুরা স্কুলে দীর্ঘ সময় কি করবে। অভিভাবকরা বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষিকার নিকট দেখা করে এই বিষয়ে জানতে চান। অভিভাকরা জানান দীর্ঘ ৪ ঘণ্টা শিশুদের পক্ষে স্কুলে থাকা অসম্ভব। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে প্রশ্ন করা হলে তিনি জানান শিক্ষা দপ্তর থেকে নতুন সময়সূচীর নির্দেশিকা এসেছে। বুধবার শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিদ্যালয় পরিদর্শন করে গেছেন। তাই শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী নতুন সময় সূচি কার্যকর করা হয়েছে। এতে ওনাদের কোন কিছু করার নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য