স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : রবিবার কলমচৌড়া থানাধীন আশাবাড়ী দুপরিয়াবান্ধ এলাকায় রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টানা ছয়ঘন্টা অভিযান করার পর গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বি এস এফ ও পুলিশ। বিএসএফের কাছে গোপন খবর আসে কলমচৌড়া থানাধীন আশাবাড়ী দুপরিয়াবান্ধ এলাকার জাতক মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত জায়গায় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুদ করা রয়েছে।
এই খবরের সুত্র ধরে বিএসএফ জওয়ানরা ও কলমচৌড়া থানার পুলিশ গিয়ে তল্লাশি চালায়। তল্লাশি করে প্রচুর গাঁজা উদ্ধার করে। জানা গেছে ১৫ টি নীল রঙের ড্রামে ৭৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। যার বাজারজাত মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। গাঁজাগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করা ছিল। তবে বিএসএফ জওয়ানরা গাঁজা উদ্ধার করতে পারলেও পাচারকারীদের আটক করতে পারেনি। গাঁজা গুলি কার তাও এখনো চিহ্নিত করা যায়নি। পুলিশ এখনো কারোর বিরুদ্ধে মামলা নেয়নি। কলমচৌড়া থানার পুলিশ ও বি এস এফ ১৫০ নাম্বারের ব্যাটেলিয়ানের আধিকারিক, জওয়ানরা এবং ডিআরআই যৌথ অভিযান চালায়।