স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : ২২ শ্রাবণ বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সমগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিনটি পালন করা হয় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র নাথ ঠাকুরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রবীন্দ্র নাথ ঠাকুর ছিলেন ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রান পুরুষ। সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি বিরাজমান।
তিনি আছেন, থাকবেন। রবীন্দ্র নাথ ঠাকুরের ঐতিহ্যকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চিন্তা, চেতনা, সমাজ ব্যবস্থা, দেশ প্রেম সবকিছুতে জড়িয়ে রয়েছে কবি রবীন্দ্র নাথ ঠাকুর। সাহিত্যের এমন কোন জায়গা নেই যেখানে রবীন্দ্র নাথ ঠাকুরের পদ চারন হয় নি। রবীন্দ্র নাথ ঠাকুর একজন দেশের সেবকও ছিলেন। ভারতবর্ষ ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্র নাথ ঠাকুর।
ত্রিপুরার রাজ পরিবারের সাথে রবীন্দ্র নাথ ঠাকুরের একটা গভীর সম্পর্ক ছিল। রবীন্দ্র নাথ ঠাকুর ৭ বার ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আগামি প্রজন্মের কাছে রবীন্দ্র নাথ ঠাকুরের চিন্তা ভাবনা তুলে ধরতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদিপ চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমি মানুষদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।