Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যসীমান্তে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে এসে বৈঠক করলেন বিএসএফের মহা নির্দেশক

সীমান্তে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে এসে বৈঠক করলেন বিএসএফের মহা নির্দেশক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : বাংলাদেশে অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি। তাই সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে কোন রকম ঘাটতি রাখতে চাইছে না বিএসএফের মহা নির্দেশক দলজিৎ সিং চৌধুরী। বুধবার সকালে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসেন তিনি। আগরতলা এমবিবি বিমান বন্দরে ডিজিকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা সদরের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।

 তারপর বিমানবন্দর থেকে তিনি চলে যান শালবাগান বিএসএফ ত্রিপুরা সদর দপ্তরে। সেখানে একটি পর্যালোচনামূলক বৈঠকে অংশ নেন বিএসএফ -এর ডিজি ও আধিকারিকরা। বৈঠকে বিএসএফের মহা নির্দেশক আলোচনা করেন রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির পরিস্থিতি নিয়ে। পরবর্তীকালে বিএসএফ মহা নির্দেশক, ত্রিপুরা পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং গোয়েন্দা মহা নির্দেশক অনুরাগ ধনখরের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই পরিস্থিতিতে বিএসএফের মহানির্দেশক পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে আসলেন এবং পরিস্থিতি খোঁজখবর নিয়ে গেলেন। সীমান্তে যেকোনো ধরনের গতিবিধি নিয়ন্ত্রণে বিএসএফ তৈরি রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথেও আলোচনা করে সহযোগিতা চেয়েছেন তিনি। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত না করার জন্য নির্দেশ দিয়েছেন বিএসএফের আধিকারিকদের। উল্লেখ্য, ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত অত্যন্ত জটিল। কোথাও পাহাড়, কোথাও নদী, আবার কোথাও গভীর জঙ্গল রয়েছে। তাই এ সীমান্তবর্তী এলাকা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করতে চাইছে না বিএসএফ। অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে টহলদারি যাতে আরো বেশি বাড়ানো হয় তার জন্য নির্দেশ দিয়েছেন ডিজি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য