Friday, September 13, 2024
বাড়িরাজ্যভোটের প্রহসন রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এ কথা জানান রিটার্নিং অফিসার

ভোটের প্রহসন রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এ কথা জানান রিটার্নিং অফিসার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : রাত পোহালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার পাঁচটি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত নির্বাচন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে অনুষ্ঠিত হবে। বুধবার তিনি বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। কোন ধরনের অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে।

 তারপরও যেগুলি স্পর্শকাতর ভোটকেন্দ্রে রয়েছে সেগুলোর মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে। কোনভাবে শান্তি পূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে পরিস্থিতি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের সাথে মঙ্গলবার বৈঠক করা হয়েছে। বৈঠকে তাদের কাছে আহ্বান করা হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যাতে তারা সমস্ত ধরনের সহযোগিতা করেন। তবে কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাপ্পা ভোট এবং ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার বিষয় নিয়ে পূর্বের অভিজ্ঞতার কথা বলেছেন।

 এ ধরনের কোন রকম ছাপ্পা ভোট যাতে কেউ দিতে না পারে তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নজর রাখার জন্য। কেউ যদি এ ধরনের প্রচেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রে যাতে সমস্ত ভোটাররা গিয়ে ভোট দিতে পারে তার নিশ্চয়তা করতে পুলিশকে বলা হয়েছে। প্রয়োজনে পুলিশ ভোট কেন্দ্রে নিয়ে ভোটারদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন তিনি। তিনি আশ্বস্ত করেছেন যারা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে ভোটের লাইনে দাঁড়াবে তারা সকলেই ভোট দিতে পারবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থাপনা গ্রহন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য