স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : বিশ্ব নাট্যদিবস ২০২২ উপলক্ষে রবিবার নাট্যজনের পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন পদযাত্রাটি অনুষ্ঠিত হয় শিল্পতীর্থের উদ্যোগে সম্মিলিত নাট্য প্রয়াসের সহযোগিতায়।
যারা নাট্যচর্চার সাথে জড়িত, তাদের কাছে আজকের দিনটি একটি পবিত্রতম দিন। ১৯৬২ সাল থেকে দিনটি পালন করা হচ্ছে গোটা বিশ্বে। ত্রিপুরা রাজ্য শিল্পতীর্থের উদ্যোগে ২০০৫ সাল থেকে দিনটি উদযাপন করা হচ্ছে। প্রতিবছর সমস্ত নাট্যশিল্পীরা একসাথে পদযাত্রায় মিলিত হয়ে দিনটির তাৎপর্য তুলে ধরেন বলে জানান সংগঠনের সভাপতি কার্তিক ভট্টাচার্য।