স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে এই পঞ্চায়েত নির্বাচন। বুধবার সকাল থেকেই আগরতলা স্থিত ডুকলি ব্লকে ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ভোট কর্মীরা ব্যালট বাক্স নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ডুকলি ব্লকের অন্তর্গত ৭১ টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোট চার থেকে পাঁচজন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে। প্রায় ৪৮৪ জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এই ৭১ টি ভোট কেন্দ্রের জন্য। ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান জানান রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত। ভোট হবে ব্যালট পেপার এর মাধ্যমে। যেসব এলাকায় শুধু একটি স্তরের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেসব এলাকায় ভোটাররা নির্দিষ্ট একটি রং ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবে। আর যেসব এলাকায় তিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, সেসব এলাকায় তিনটি রংয়ের ব্যালট পেপারে ভোট দান করবে ভোটাররা। এদিকে খোয়াই ব্লক অফিস থেকে ভোট সেন্টারগুলিতে ব্যালট বাক্স নিয়ে রওনা হয়েছে ভোট কর্মীরা। খোয়াইতে সর্বমোট ৯০ টি বুথ সেন্টারে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। খোয়াই ব্লক অফিস পরিদর্শনে করেন জেলা শাসক চাঁন্দিনি চন্দন এবং আর ও অভিজিৎ দাস।
অপরদিকে ভোট হবে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনগুলোতে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমবাসায় ভোট কর্মীরা রওয়ানা দিলেন নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে। শুক্রবার সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ পর্ব। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠ থেকে ভোট কর্মীরা রওনা দিয়েছেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। এক সাক্ষাৎকারে আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মা জানান নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট কর্মীরা গন্তব্যে পৌঁছে যাবেন। ইতিমধ্যেই ব্যালট পেপার থেকে শুরু করে সবকিছুই তারা বুঝে নিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। সব কিছুই শান্তিপূর্ণভাবে চলছে বলে তিনি জানান। তবে সারারাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য রাজ্যে আনা হয়েছে আধা সামরিক বাহিনী।