Saturday, January 18, 2025
বাড়িরাজ্যরাজ্যসভার ভোট ঘোষণা

রাজ্যসভার ভোট ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : ত্রিপুরার একটিমাত্র রাজ্যসভা আসনের নির্বাচন ঘোষণা হল বুধবার। নির্বাচন দপ্তরের কাছ থেকে এদিন ত্রিপুরা সহ আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা রাজ্যের রাজ্যসভার নির্বাচন ঘোষণা করা হয়। নির্বাচন হবে আগামী ৩ সেপ্টেম্বর।

 ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯ টা থেকে। চলবে বিকাল চারটা পর্যন্ত। গণনা এদিনই বিকাল পাঁচটা থেকে শুভ হবে। ফলাফল এই দিনেই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করার শেষ দিন ২১ আগস্ট। স্ক্রুটিনি হবে ২২ আগস্ট। ৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পর ৬ সেপ্টেম্বর নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে। ত্রিপুরার একটিমাত্র আসনের জন্য লড়াই করবে শাসন ও বিরোধী রাজনৈতিক দল। তবে পাল্লা ভারী শাসকদের দিকেই। এই আসনে পূর্বে সাংসদ ছিলেন বিপ্লব কুমার দেব। এবার শাসক ও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের প্রার্থী করা হবে সেটা দ্রুতই জানা যাবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য