স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : রাজ্য সরকারের অধিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরনের বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নি রাজ্য সরকার। বুধবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এক প্রকার এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
তিনি বিধানসভায় জানান রাজ্য সরকারের অধিন অনিয়মিত কর্মচারী রয়েছে ১ হাজার ৪৪৫ জন। তার মধ্যে ডি আর ডাব্লিউ রয়েছে ৮৩৬ জন, কনটিজেন্ট ওয়ার্কার ৩১১ জন, ক্যাজুয়াল ওয়ার্কার ১৯৩ জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছে ১০৫ জন। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এইদিন আরও বলেন অর্থ দপ্তরের পোর্টালে সংগৃহিত তথ্য পর্যালোচনা করে নতুন নিয়োগ নীতির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।