Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের পরিষেবার ঘাটের কারণ বিদ্যুতের তার এবং ট্রান্সফরমার : মুখ্যমন্ত্রী

বিদ্যুৎ নিগমের পরিষেবার ঘাটের কারণ বিদ্যুতের তার এবং ট্রান্সফরমার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে লাগাতার অভিযোগ তুলছে গ্রাহকরা। পরিষেবার মান তল্লানীতে এসে দাঁড়িয়েছে। লাগাতার সংবাদ শিরোনাম দখল করে সরকারের মুখ পুড়ছে এই দপ্তর। এই বিষয়গুলি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আসার পরেই বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ও বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নিয়ে সোমবার বৈঠকের পর মঙ্গলবার আগরতলা ৭৯ টিলা স্থিত স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সেখানে গিয়ে তিনি সমস্ত ব্যবস্থাপনার খতিয়ে দেখেন। কর্মীদের কাছ থেকে কাজকর্মের বিষয়ে এবং যন্ত্রপাতি সহ প্রযুক্তির বিষয়ে অবগত হন। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা যায় না। কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যে কোন লোডশেডিং হয় না। মাঝে মধ্যে পাওয়ার কার্ট করা হয়। তবে এই পাওয়ার কার্ট কেন হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট নিগমের আধিকারিকদের সাথে। আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বহুবিদ্যুতিক কাজ পুরনো হয়ে গেছে। বহু স্কিম রাজ্য সরকারের কাছে এসেছে। এর দ্বারা বিদ্যুতিক তারগুলি পরিবর্তন করতে হবে।

পাশাপাশি অনেক জায়গায় ট্রান্সফরমারের সমস্যা রয়েছে। অতিরিক্ত লোডে ট্রান্সফরমার গুলির সমস্যা হচ্ছে। তাই এ সমস্যা সমাধানের জন্য চিন্তাভাবনা চলছে। একই সাথে বিদ্যুতিক কেবল গুলি যাতে আগামী দিন মাটির নিচ দিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন যেহেতু বিদ্যুতের চাহিদা অতিরিক্ত তাই উত্তোলন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাটির নিচে গ্যাস কমে যাচ্ছে। তাই সোলার সিস্টেমের দিকে নজর দিচ্ছে সরকার। এর জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী এদিন উদ্বেগ প্রকাশ করে বলেছেন ঘাটতিতে রয়েছে বিদ্যুৎ নিগম। বহু মানুষ বিদ্যুৎ ব্যবহার করলেও বিদ্যুৎ বিল দিচ্ছে না। যার কারণে ক্ষতির মুখে পড়ছে বিদ্যুৎ নিগম। এর জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ নিগমকে। পাশাপাশি বিদ্যুৎ নিগমের হাল যাতে সঠিক দিশায় ফিরিয়ে আনা যায় তার জন্য সকলের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনে এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতন লাল নাথ সহ বিদ্যুৎ নিগমের আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য