Friday, September 13, 2024
বাড়িরাজ্যআখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল বহু ভারতীয় নাগরিক, মৈত্রী সেতুতে কঠোর...

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল বহু ভারতীয় নাগরিক, মৈত্রী সেতুতে কঠোর নজরদারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : অশান্ত বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে ফিরল বহু ভারতীয় নাগরিক। তারা কাজের সূত্রে বাংলাদেশে থাকতেন। সে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের পর পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। হত্যা লীলা, ভাঙচুর, লুটপাট সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা মানুষকে চিন্তায় ফেলেছে। বিভিন্ন কর্মসূত্রে ভারতীয় যেসব নাগরিক বাংলাদেশে থাকতেন তাদের মধ্যে অনেকে মঙ্গলবার সকালে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।

 তারা জানিয়েছেন, সোমবার তারা নিরাপদের জন্য আশ্রয় নিয়েছিল আখাউড়া সীমান্তে। মঙ্গলবার তারা নিজ ভুখন্ডে ফিরতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে পড়শি দেশ বাংলাদেশে এখনো পরিস্থিতির থমথমে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা, অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি রয়েছে মৈত্রী সেতুতে। পাশাপাশি রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। ভারত – বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ভারত – বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা যায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটাতারের আনুমানিক ৫-৭ লেয়ারের ব্যারিকেট।

 অতন্দ্র প্রহরীর মত বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতুর সহ সেতু সংলগ্ন এলাকার উপর। সাব্রুম থানার পক্ষ থেকে রয়েছে টি এস আর জোয়ান এবং পুলিশ কর্মীও। সাব্রুম থানার পুলিশ অফিসার মরন বৈদ্য জানান সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফের সাথে তাল মিলিয়ে কাজ করে যাবে পুলিশও। তবে এখন পর্যন্ত পুরোপুরি নিরাপত্তায় রয়েছে ত্রিপুরা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেই চলে। এবং পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে কেন্দ্র। সামাজিক মাধ্যমে যাতে কেউ কোন ধরনের অপপ্রচার না ছড়ায় সেদিকও নজরদারি চলছে বলে জানা যায় প্রশাসন সূত্রে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য