স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : শনিবার কুমারঘাট সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কুমারঘাট মহকুমা হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার জন্য ও নাগরিকদের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। অভ্যন্তরীণ পর্যালোচনার মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সজাগ হওয়া দরকার। বর্তমানে ওপেন হার্ট সার্জারি সহ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একের পর এক নজির স্থাপন করছে রাজ্যে।
সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নিয়ে আসা আগামী ২৫ বছরের রূপরেখা কারিগরি বা দক্ষতামূলক শিক্ষা ক্ষেত্রে বড় ভূমিকা হবে। সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে তাতে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবৈধ নেশা দ্রব্য ও ড্রাগস মুক্ত করতে সকলকে এগিয়ে আসা দরকার বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত অংশের নাগরিকদের সর্বোপরি ছাত্রছাত্রীদের কল্যাণে গৃহীত গুচ্ছ ইতিবাচক পরিকল্পনার সুফল গ্রহণে সকলের সম্যক ধারণা আবশ্যক। প্রার্থনাসভা বা শ্রেণীকক্ষে নিয়মিত পর্যালোচনাই পড়ুয়ারাদের মধ্যে নিজেদের অধিকার ও সমস্ত সুযোগ সম্পর্কে অবগত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ভগবান দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।