Monday, February 10, 2025
বাড়িখেলাসিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন

সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : শনিবার উমাকান্ত মিনিস্টেডিয়ামে যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। এদিন ফলক উন্মোচন করে এই সিন্থেটিক টার্ফ ফুটবলের মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঐতিহ্যবাহী স্কুল উমাকান্ত একাডেমী। পাশের ঐতিহ্যবাহী ময়দানে রাজ্যের বহু কৃতি খেলোয়াড় তাদের খেলা প্রদর্শন করেছেন। রাজ্যকে সুনাম এনে দিয়েছে।

এই মাঠে সিন্থেটিক টার্ফ তৈরি হবে। ব্যয় হবে ৫ কোটি টাকা। জুন মাসের মধ্যে এই কাজ স্মপন্ন হবে। এছাড়া জিরানীয়া , বিলোনিয়া, মোহনপুরে অনুরূপ ভাবে সিন্থেটিক টার্ফ হবে। এতে সব মিলিয়ে ব্যয় হবে ২০ কোটি টাকা। এই অনুদান দিয়েছে সরকার। চন্দ্রপুরে সিন্থেটিক টার্ফ হয়ে গেছে। খোয়াইতে ৩০ শতাংশ কাজ বাকী আছে। দশরথ দেব স্টেডিয়ামে সিন্থেটিক টার্ফ তৈরি  হচ্ছে অ্যাথলেটিক্স  এর জন্য। পানিসাগরে হচ্ছে সুইমিং পুল। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই ক্রীড়া ক্ষেত্রের বিকাশে কাজ চলছে। ক্রীড়া ক্ষেত্রের সঠিক বিকাশ না ঘটলে সঠিক  খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবলে বহু মেধা রাজ্যে লুকিয়ে আছে। সিন্থেটিক টার্ফ হলে জাতীয় মানের খেলা হবে। বেরিয়ে আসবে নতুন খেলোয়াড় বলে জানান তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টি এফ এ-র সভাপতি রতন সাহা, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য