স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : বিজেপির অপশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ এবং প্রতিরোধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই তার অন্যতম প্রতীক হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা বাসী। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
রাজ্যের অন্যান্য জেলাগুলোতে যেভাবে বিরোধী দলের প্রার্থীদের উপর সন্ত্রাস নামিয়ে এনে মনোনয়নপত্র জমা দিতে দেয় বা প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য বাধ্য করা চেষ্টা হয়েছে, একইভাবে চেষ্টা হয়েছিল তাদের উত্তর জেলা এবং ঊনকোটি জেলাতেও। কিন্তু উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে সেটা পারেনি বিজেপি। তিনি গত কয়েকদিন ধরে উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে অবস্থান করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার থেকে তিনি দাবি করেন যুবরাজনগর ব্লক, কালাছড়া ব্লক, কুমারঘাট ব্লক, চন্ডিপুর ব্লক, কদমতলা ব্লক, গৌরনগর ব্লক এলাকায় গিয়ে দেখা গেছে মানুষের অভূতপূর্ব সাড়া।
মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে এই সরকারের বিরুদ্ধে কি ধরনের ক্ষোভ। কারণ একদিকে যেমন প্রতিশ্রুতি খেলাপ, অপরদিকে পঞ্চায়েতকে গত পাঁচ বছরে তারা লুটের আখড়া বানিয়েছে। তাই এই নির্বাচনে বিজেপিকে জবাব দিতে এই দুই জেলার মানুষ প্রস্তুত হয়ে আছে। এবং এই দুই জেলার মানুষ পঞ্চায়েত নির্বাচন দিয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের মাইলস্টোন রচনা করবে। আগামী ৮ আগস্ট মানুষ যদি অবাধে ভোট দিতে পারে তাহলে একটা ব্যতিক্রমিক ফলাফল হবে বলে আশা ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী।