স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : ত্রিপুরার প্রভারী হয়ে রাজ্যে আসলেন রাজদীপ রায়। সোমবার বিকেলে তিনি রেল দিয়ে আগরতলা বাধারঘাট রেলস্টেশনে এসে নামেন। তারপর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা একটি সুন্দর রাজ্য। দল তাঁকে এ রাজ্যে সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছে।
এবং রাজ্যের মানুষ চেয়েছে বলে তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মাটিতে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৭১ শতাংশ আসনের জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থীরা। বাকি ৩০ টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হবে। এতে গ্রাম ত্রিপুরাবাসীর উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন প্রভারী।