স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : ত্রি- স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রায় শেষ লগ্নে উদয়পুর দক্ষিন মুড়াপাড়া দলীয় প্রচারে আসলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ। সাথে ছিলেন গোমতী জেলার জেলা সভাপতি টিটন পাল সহ গোমতী জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্ৰাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মণ বলেন এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। এটা শাসক দলের পক্ষে ভালো নয় বলে জানান তিনি।
তিনি আরো ও বলেন গত নির্বাচনে শাসক দল বিজেপি মানুষ কে যে প্রতিশ্রুতি দিয়ে ছিল তা একটা ও বাস্তবায়নে কোন উদ্দ্যেগ নেই। লুটপাট, অস্থিরতা, মারপিট, সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তারা বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয় নি। মানুষের গনতান্ত্রিক অধিকার হরন করা হয়েছে। শেষ লোকসভা নির্বাচনে শাসকদলের শ্লোগান ছিল আবকি বার চারশ পার। কিন্তু দেশের মানুষ এই স্বৈরতান্ত্রিক দলকে দুশো চল্লিশে আটকে দিয়েছে। আগামী দিনে এই সরকারটাকে দেশের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্যের বেহাল অবস্থা। মানুষ নিয়মিত পানীয় জল খেতে পারছে না। বিদ্যুৎ যন্ত্রায় মানুষ নাজেহাল। বেকারদের চাকুরীর নেই।রেগার কাজ নেই।
চিকিৎসক, ইন্জিনিয়ার বেকার। হাসপাতালে প্রয়োজনীয় নার্স কিংবা কর্মচারী নেই।শাসক দলের নেতা – মন্ত্রীরা বড় বড় কথা বলা ছাড়া আর লোটপাঠ ছাড়া আর কি আছে। তিনি আরো বলেন, গত পাঁচ বছরে জনগণের উন্নয়ন হওয়ার কথা থাকলে হয়নি। উন্নয়ন হয়েছে শুধু পঞ্চায়েতের নির্বাচিত জন প্রতিনিধিদের এবং মন্ত্রী, বিধায়কদের। যার কারণে গ্রাম পাহাড় সর্বত্র চলছে অভাব অনাহার। শুধু তাই নয় এইচডি সি এলাকায় আরো খারাপ অবস্থা চলছে। চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কারণ হলো মন্ত্রী বিধায়করা চোর হয়ে গেছে। তিনি শেষে বলেন, যে কয়টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়। আয়োজিত নির্বাচনের সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।