স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : ৫ জুলাই তথা সোমবার এস ইউ সি আই (সি) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৪৮-তম প্রয়াণ বার্ষিকী। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন সকালে রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন এবং তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকালে আগরতলা প্রেস ক্লাবে এক স্মরণসভার আয়োজন করা হয়।
প্রথমে প্রয়াত নেতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে দল ও গণসংগঠনগুলির পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শিবদাস ঘোষের উপর রচিত সংগীত পরিবেশিত হয়। পরে দলের কেন্দ্রীয় কমিটি সদস্য মানব বেরা বলেন, ‘মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস পালন করছি এমন সময়ে যখন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দেশের বুর্জোয়া শ্রেণীর ইচ্ছে অনুযায়ী বিজেপি জোট কেন্দ্রীয় সরকারী ক্ষমতায় আসীন হয়েছে। যদিও তাদের জনবিরোধী পদক্ষেপের কারণে জনবিক্ষোভের ফলশ্রুতিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসীন হয়ে তারা একইভাবে কর্পোরেটদের স্বার্থ রক্ষায় একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিচ্ছে। পরিণতিতে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে জনজীবনের দুর্ভোগ বেড়েই চলছে বলে জানান তিনি।