স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে পুলিশ ধর্মনগর বটরসি রোডের গোল্ডেনভেলি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে TR 05 E 7553 নম্বরের বাইক সহ বাইক চালক মামিন আলীকে আটক করে। তার বাড়ি ধর্মনগর কলেজ রোড এলাকায়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০ টি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ সুপারে ভানু পদ চক্রবর্তী। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত করছে ধর্মনগর থানার পুলিশ।