Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমেয়াদোত্তীর্ণ খাবার সমগ্রী সহ উদ্ধার প্লাস্টিক ব্যাগ

মেয়াদোত্তীর্ণ খাবার সমগ্রী সহ উদ্ধার প্লাস্টিক ব্যাগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : সোমবার মেলাঘর বাজারে মহকুমা খাদ্য দপ্তর, মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযান চালায়। অভিযানে বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী। প্রায় ৩০,০০০ টাকা জরিমানা ও আদায় করেন প্রশাসনিক আধিকারিকরা। মূলত ক্রেতারা যেন মহকুমার প্রতিটি বাজার থেকে সঠিক মূল্যে সামগ্রী ক্রয় করতে পারেন এবং সেগুলি যাতে ভেজালমুক্ত থাকে সেদিকে লক্ষ্য রেখেই মহকুমার বিভিন্ন বাজার গলিতে ক্রমাগত অভিযান চালাচ্ছে সোনামুড়া মহাকুমা আধিকারিকরা।

এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক এম কে চাকমা, মহাকুমা খাদ্য দপ্তরের আধিকারিক এবং মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক প্রমুখ। এ দিনের মূলত অভিযান চালানো হয় মেলাঘর আনন্দবাজারে। সেখানে প্রায় প্রতিটি দোকানেই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং প্লাস্টিক ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে অভিযানকারী দল। এবং ট্রেড লাইসেন্স না থাকার কারণে জরিমানাও করা হয় দোকান মালিকদের বলে জানান মেলাঘর পুরো পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অনিষ দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য