স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : সোমবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার বলেন ২০১৮ সালের শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে। ২৫ বছরে শ্রমিকদের স্বার্থে কমিউনিস্ট পার্টির সরকার যে কাজ গুলি করে নি। সেই কাজ গুলি করার চেষ্টা করছে বর্তমান সরকার। উল্লেখ্য কিছুদিন পূর্বে মেয়র দীপক মজুমদার দুর্গা চৌমুহনী বিপণি বিতান পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেন সেখানে একটি সংগঠন বেআইনি ভাবে একটি ঘর দখল করে রেখেছে। সাথে সাথে মেয়র এই ঘরটি সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দেন। সোমবার সংগঠনের নেতৃত্বরা ঘরটি খালি করে নিগমের মেয়রের হাতে ঘরের চাবি তুলে দেন।