স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : উচ্চ আদালতের উদ্যোগে শনিবার পূর্ণ রাজ্যে প্রাপ্তির ৫০ তম বর্ষ উপলক্ষ্যে উচ্চ আদালতের অডিটোরিয়ামে বিচারপতি, আইনজীবী এবং আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাজ্যের ন্যায় ব্যবস্থা সঠিক ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অবদান স্বরূপ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ১৯৭২ সালে পৃথক ভাবে ত্রিপুরার উচ্চ আদালত ছিল না। গৌহাটি উচ্চ আদালতের সার্কিট ব্যাঞ্চ মামলা গুলি পরিচালনা করতেন। ২০১৩ সালে অবশেষে ত্রিপুরা উচ্চ আদালত গঠিত হয়। ১৯৪১ সালে রাজন্য শাসনে ত্রিপুরাতে ন্যায়ালয় ছিল। ৫০ বছরের পূর্ণ রাজ্য প্রাপ্তির দীর্ঘ সময়ে ত্রিপুরার বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করতে সকলের অবদান ছিল। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই সংবর্ধনা জ্ঞাপন বলে জানান বিচারপতি শুভাশিস তলাপাত্র।