Friday, March 29, 2024
বাড়িরাজ্যফেস্টিবল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্সে-র অনুষ্ঠান

ফেস্টিবল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্সে-র অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : মানুষ তার নিজের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা তার নিজের দায়িত্ব। দেশকে ঐক্যবদ্ধ করা লক্ষ্যে সকলে সংকল্পবদ্ধ। আরে এর বাস্তব রূপ দেওয়ার গেলে শ্রেষ্ঠ ভারত গড়ে উঠবে। আর এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারন এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষ একে অপরের কাছে পৌঁছাতে পারে। ক্লাসিকের উদ্যোগে শনিবার রাজধানীর মুক্ত ধারা অডিটোরিয়ামে ফেস্টিবল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্সে-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানসিক শক্তি বৃদ্ধি হয়।

একে অপরের কাছে নিজেকে তুলে ধরতে পারে। দেশের সংস্কৃতি এবং প্রতিটি জাতিকে উপলব্ধি করা যায়। তাই সংগীত জগতের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি। সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সরকার বদ্ধপরিকর। কারণ সংস্কৃতি পরিচয় দেওয়ার সংকল্প বাস্তবায়নে দিকে এগিয়ে চলেছে রাজ্য। এর জন্য সঠিক দিশায় নিয়ে উদ্যোক্তারা ছাত্র-ছাত্রীদের নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে আনন্দের বার্তা বয়ে আসে বলে জানান মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অডিটোরিয়ামে ফেস্টিবল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্সে-র কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য