Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যডাটা সেন্টারের উদ্বোধন

ডাটা সেন্টারের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : সোমবার রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ৩০ কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটির অঙ্গ হিসেবে ডাটা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মুখ্য সচিব জে কে সিনহার হাত ধরে এই ডাটা সেন্টারের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটির আধিকারিক শৈলেশ কুমার যাদব।

স্মার্ট সিটির আধিকারিক শৈলেশ কুমার যাদব জানান, আগরতলা স্মার্ট সিটিতে মাসের ৩০ দিন ২৪ ঘন্টা ট্রাফিক সিগনাল, ডিসপ্লে বোর্ড সহ সমস্ত ধরনের বিষয় নজর রাখতে সেন্টার কাজ করবে ডাটা সেন্টার। শহরে ৫৬ কিলোমিটার এলাকা জুড়ে ডাটা সেন্টার প্রতিদিন কাজ করবে। পাশাপাশি আগরতলা শহরে কোন ধরনের ঘটনা সংঘটিত হলে এর তদন্তের জন্য পুলিশ যদি চায় তাহলে ডাটা সেন্টার থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। পাশাপাশি আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে রাখতে ডাটা সেন্টার থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য