Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যশ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : সোমবার শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলার প্রেস ক্লাবে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শ্রেষ্ঠ ভুবন রাষ্ট্রহিতে সমাজের মঙ্গলার্থে দীর্ঘদিন যাবত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এই কাজের ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ ভুবনকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক। এই দিন

ভারত সরকার ও রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি “হার-ঘর-তেরঙ্গা” অভিযানকে সমাজের শেষ ব্যক্তির নিকট পৌঁছানোর তথা জনজাগরণে পরিণত করতে শ্রেষ্ঠ ভুবন বদ্ধ পরিকর। তার অঙ্গ হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জাতীয় পতাকা প্রদান করে “হার-ঘর-তেরঙ্গা” অভিযানের সূচনা করা হয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য