Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যরীতি নীতি মেনে অনুষ্ঠিত হলো কের পূজা

রীতি নীতি মেনে অনুষ্ঠিত হলো কের পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : প্রতিটি অংশের মানুষের মধ্যেই ভিন্ন ভিন্ন রীতি নীতি প্রচলিত রয়েছে। তাঁরা তাদের বিশ্বাস এবং যুক্তি দিয়ে বছরের পর বছর এই রীতি নীতি পালন করে আসছেন। এমনই ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী উৎসব হল কের পুজো। বহু যুগ আগে এই পুজোর প্রচলন করেছিলেন ত্রিপুরার রাজারা। তারপর থেকে যুগ যুগ ধরে সেই পুজো চলে আসছে। প্রতিবছর ত্রিপুরার জনজাতি অংশের মানুষ কের পুজো করেন।

তাদের বিশ্বাস এই পুজো মূলত রোগব্যাধি দূর করতে এবং শত্রুর কু-নজর থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে। যা খার্চি পূজার ১৪ দিন পর অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত আজকেও নিয়ম মেনে উজ্জয়ন্ত প্রাসাদ কের পূজা অনুষ্ঠিত হয়। কের পুজো করেন চন্তাই। কের পুজো মূলত একটা গণ্ডিকে কেন্দ্র করে হয়। এ বিষয়ে এক পৌরহিত জানান, ত্রিপুরা বাসীর মঙ্গল কামনা করে রাজ্যের মহারাজা এই পূজা শুরু করেছিলেন। সুখ-শান্তি সমৃদ্ধির কামনা করে এ পূজা করা হয়। রবিবার সকাল পাঁচটা সময় এই পূজা সমাপ্ত হবে। কের পূজা উপলক্ষে শনিবার সরকারি ছুটির ঘোষণাও ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য