স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : চলতি বছর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছে কেরলের ওয়েনাড়ে। ধস পরে ধ্বংসলীলা ঘটেছে সেখানে। ধ্বংসস্তূপে মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৩ শতাধিক মানুষের দেহাংশ। আহত অবস্থায় উদ্ধার হয়েছে শত শত মানুষ। এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সিপিআইএম রাজ্য নেতৃত্ব। এই সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।
এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে মানিক সরকার কর্মী সমর্থকদের নিয়ে ত্রান সংগ্রহে বের হন। মানুষকে বলেন, কেরলের বিপর্যয়ের পরিস্থিতি। এ সময়ে রাজ্যের মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। মানিক সরকারের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে কেরলের। এ সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী।
তাতে সাড়া দিয়ে আজ থেকে কেরল বাসীর জন্য সহযোগিতা সংগ্রহ করতে সিপিআইএম রাস্তায় নেমেছে। এবং মানুষের কাছটুকু ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন ত্রিপুরার মানুষ সব সময় বিপন্ন মানুষের স্বার্থে পাশে দাঁড়ায়। মানুষ নিজে থেকে এগিয়ে এসে সহযোগিতা করছে বলে জানান তিনি।