স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : আগরতলা শহরে বেড়ে চলেছে মানব পাচারকারী সংখ্যা। শহরের সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা বসবাস করে কিংবা ভাড়া থেকে মানব পাচারে লিপ্ত হয়ে পড়ছে। গত কয়েকদিন আগে আখড়া সীমান্ত থেকেও আটক হয়েছিল এক মানব পাচারকারী। এবার মধ্য চারিপাড়া এলাকা থেকে আটক হয় কুখ্যাত মানব পাচারকারী।
তার বিরুদ্ধে ৭৮/২৪ ধারায় মামলা রয়েছে পুলিশের কাছে। আমতলী থানার পুলিশ এবং ৪২ বিএসএফ জওয়ানদের সহযোগিতা নিয়ে কুখ্যাত মানব পাচারকারীকে জলে তুলেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারির নাম রুপন মিয়া। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান পুরাতন একটি মামলার তদন্তে রূপণ মিয়ার নাম উঠে আসে।
তারপর আমতলী থানার পুলিশ, জিআরপি থানার পুলিস ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে শুক্রবার রূপণ মিয়াকে গ্রেপ্তার করে। মধ্য চারি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রূপণ মিয়া বাংলাদেশী নাগরিককে সিমান্ত দিয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করে। শনিবার জেলে রেখে রূপণ মিয়াকে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।