Monday, March 24, 2025
বাড়িরাজ্যশান্তিপূর্ণভাবে চলছে বছর বাঁচাও পরীক্ষা

শান্তিপূর্ণভাবে চলছে বছর বাঁচাও পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা। চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। তারপর আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু করার সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ৬ দিনের মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়ে যাবে। আগস্ট মাসের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে।

 এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব। তিনি বলেন, এবছর ২৭ টি সেন্টারে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসে ২৭৬২ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ৩৮১৫ জন ছাত্রছাত্রী। আগরতলা শহরে কামিনী কুমার মেমোরিয়াল সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে হচ্ছে পরীক্ষা। আগরতলা শহরের বাইরে ২৫ টি সেন্টারে একই সাথে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার মাধ্যমিকের বিজ্ঞান বিষয়ক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ফিজিক্স ও শিক্ষা বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাধ্যমিকে ম্যাথ বেসিক নিয়ে পাস করা ২৭ জন ছাত্র-ছাত্রী ম্যাথ স্ট্যান্ডার্ড পরিক্ষা দিচ্ছে। যাতে তারা একাদশ শ্রেণীতে অংক নিয়ে বসতে পারে বলে জানান তিনি। তবে বছর বাঁচাও পরীক্ষায় ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবে চলছে পরীক্ষা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য