স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রূপ্য জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিয়মের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার সহ আরো অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, ২০০০ সালের ১ আগস্ট শুরু হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। এর উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার ক্ষেত্রে মনোযোগী হয়।
যার ফলে দেখা যাচ্ছে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা দিন দিন পড়াশোনা পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে বিগত দিনে গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা খেলাধুলার ক্ষেত্রে আর্থিক দুর্বলতার কারণে উঠে আসতে পারতো না। বর্তমান সরকার সেদিকে যাতে ছেলেমেয়েদের কোন সমস্যা না হয় তার জন্য চেষ্টা করছে। যার ফলে খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সুনাম অর্জন করছে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে ও জাতীয় স্তরে ত্রিপুরার ছেলেমেয়েরা আরো বেশি শুনাম অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।