স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত রল সংযুক্ত কিষণ মোর্চা। বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠস্থিত সংযুক্ত কিষণ মোর্চার অফিসের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি আগুন দিয়ে পোড়ানো হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষণ মোর্চার নেতৃত্ব পবিত্র কর সহ অন্যান্যরা।
পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২৩ জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু দেখা গেছে ২০২১ সালে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সংযুক্ত কিষণ মোর্চাকে যে আইনি গ্যারেন্টি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আইনি গ্যারেন্টির বিষয়ে কেন্দ্রীয় বাজেটে উল্লেখ নেই। এই বাজেটে শ্রমিকদের অধিকার পদদলিত হয়েছে। তাই এইদিন সমগ্র দেশে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।