Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যহত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিক্ষোভ গ্রামবাসীর

হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিক্ষোভ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : গৃহবধূ কাজলী দেব হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিক্ষোভ প্রদর্শন করল এলাকাবাসী। এইদিন নয়া পাড়া এলাকার আবাল বৃদ্ধ যুবক যুবতী সকলে সম্মিলিত ভাবে মিছিল করে উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যায়। এবং জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করে।

নয়া পাড়া এলাকার বাসিন্দারা দাবি জানান গৃহবধূ কাজলি দেবের রহস্য জনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে রহস্য উন্মোচন করা হোক। যারা কাজলি দেবের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হোক। ধর্মনগর নয়াপাড়া ক্লাব সংলগ্ন এলাকার মানুষ পুলিশ সুপারের কাছে দাবি জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য এবং ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি জানায় তারা। কারণ এ ধরনের ঘটনা এলাকায় কোনভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ।

গত বছর নভেম্বর মাসে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে এই ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে সেটা কিছুই বুঝে উঠতে পারছে না। তবে তাদের ধারণা গৃহবধূ খুন হয়েছে। তাই পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানালে তিনি আশ্বস্ত করেন বিষয়টি তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য