স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিদ্যুতিক পাখায় অগ্নিকান্ড, ঘটনা ধর্মনগরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে, পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায় এদিন ব্যাংকের বিদ্যুতিক পাখায় আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা।
তারা সতর্কতামূলকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দমকল কর্মীরা যদি ঘটনাস্থলে আসতে দেরি করত তাহলে আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা থাকতো। কিন্তু অগ্নিকান্ডের ঘটনা ঘিরে ব্যাংকের পরিষেবার কিছুটা বিঘ্নিত হয়। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ব্যাংক কর্মী ও গ্রাহকদের মধ্যে।