স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : বিধানসভা নির্বাচনের কয়েক মাস ব্যবধানে লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপি ৩৯ শতাংশ ভোট থেকে বেড়ে ৭২ শতাংশ ভোট দেখিয়েছে। এটা কি ম্যাজিক? এটা বিজেপির লোকেরাই বিশ্বাস করে না। মাথা নত করে রাখছে। তাই তারা বুঝছে এটা প্রহসনাত্মক ভোট।
অর্থাৎ বিজেপি-র দুর্বলতার লক্ষণ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রয়াত সমর আঢ্য -র স্মরণ সভায় এ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। সিপিআইএম রাজ্য কমিটি পক্ষ থেকে আয়োজিত স্মরণ সভায় এদিন প্রথমে সমর আঢ্য -র প্রতিকৃতিতে পুষ্পাক্ষ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তিনি আরো বলেন, বিজেপির পরিস্থিতি ভালো না। সামনে তিন-চারটা রাজ্যের ভোট আসছে। কিন্তু আন্তর্জাতিক, জাতীয় স্তরের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা। তাই আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। পরিস্থিতি আরো পরিবর্তন হবে। বিজেপির অবস্থা ভালো নয় বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং কর্মীদের উদ্দেশ্যে লড়াই আরো বেশি জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।