Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যখুঁটিতে বাধা মহিলাকে উদ্ধার করল পুলিশ, রাস্তার পাশ থেকে উদ্ধার আরও এক...

খুঁটিতে বাধা মহিলাকে উদ্ধার করল পুলিশ, রাস্তার পাশ থেকে উদ্ধার আরও এক ব্যক্তি, দুজনের অবস্থা সংকটজনক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : বীভৎস্য ঘটনা সংঘটিত হলো মঙ্গলবার রাতে বিশালগড় চেলিখলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাতের বেলা দমকল কর্মীরা খবর পায় রাস্তায় একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখে রাস্তার পাশে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি।

তার নাম কংস দেববর্মা। বয়স ৫২। তাকে উদ্ধার করে সাথে সাথে গাড়িতে তোলা হয়। তারপর দমকল কর্মীরা জানতে পারে কিছুটা পড়তে গিয়ে এক বাড়িতে রয়েছে সাবিত্রী দেববর্মা নামে রক্তাক্ত এক মহিলা। তারপর পুলিশকে খবর দেয় দমকল কর্মীরা। দমকল কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি থেকে সেই মহিলাকে উদ্ধার করে। মহিলার নাম সাবিত্রী দেববর্মা। বয়স ৪৮। তাকে ঘরের মধ্যে এক খুঁটিতে বেঁধে রাখা অবস্থায় পায় পুলিশ। তার মাথাতেও গুরুতর আঘাতে চিহ্ন রয়েছে। তারপর তাদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বলে জানান এক দমকল কর্মী। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা করে রেফার করেন জিবি হাসপাতালে। তবে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে কারোর কাছ থেকে কিছু জানা যায়নি। তবে এ ঘটনা ক্রমশ রহস্য বাড়ছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য