Friday, December 6, 2024
বাড়িরাজ্যজনগণের চাপে পড়ে দুর্নীতিগ্রস্ত কাজ ভেঙে গুঁড়িয়ে দিতে হলো প্রশাসনকে

জনগণের চাপে পড়ে দুর্নীতিগ্রস্ত কাজ ভেঙে গুঁড়িয়ে দিতে হলো প্রশাসনকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : উন্নয়নমূলক কাজে দুর্নীতি। পরে নির্মাণ কাজে দু’নম্বরী ধরা পড়তেই ভাঙতে হলো নির্মীয়মান বেকার স্টলের আরসিসি পিলার। জানা যায়, গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে করবুক মহকুমার পাতিছড়ি এডিসি ভিলেজের আলুতলা এলাকার লাম্প্রা বাজারে চারটি বেকার স্টল নির্মাণ কাজ শুরু হয়। টেন্ডার মূলে কাজের বরাত পায় অমরপুর রাঙ্গামাটি এলাকার ঠিকাদার রাজু দাস। কিন্তু গ্রামে উন্নয়ন দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের নির্মাণ কাজে তেমন কোন নজরদারি না থাকায় ঠিকেদার কাজের শুরু থেকেই বিভিন্ন রকম কারচুপি করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

 এস্টিমেট অনুযায়ী বেকার স্টলের আরসিসি পিলারে ১৬ এম এম রড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার ৮ এম এম রড দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে দেয়। বিষয়টি নজরে আসলে এলাকাবাসীরা প্রথমেই এলাকার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরাকে জানান। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে বিধায়ক সাহেব উক্ত বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে আগ্রহ দেখাননি বলে অভিযোগ। পরবর্তী সময় করবুক ব্লক বিএসসির ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার দুপুরে গ্রাম উন্নয়ন দপ্তরের মহকুমা আধিকারিককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তারা নির্মাণ কাজে দুনম্বরী করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা খুঁজে পান। খবর দেওয়া হলে ঠিকেদার ঘটনাস্থলে ছুটে যান। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন ঠিকেদার রাজু দাস। তিনি বলেন কিছুদিন যাবত তিনি না আসার কারণে নাকি মিস্ত্রি ভুলবশত আট এমএম রড দিয়ে আরসিসি পিলার বানিয়ে ফেলেছে। পরে গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক এর উপস্থিতিতেই দুনম্বরী করে বানানো আরসিসি পিলারগুলি ভেঙে ফেলা হয়। এস্টিমেট অনুযায়ী ১৬ এম এম রড দিয়ে আরসিসি পিলার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এলাকাবাসীরা গ্রাম উন্নয়ন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের যদি সঠিক নজরদারি থাকতো তাহলে হয়তো এ ধরনের দুই নম্বরী নির্মাণ কাজ করা হতো না। কিন্তু দুর্নীতির গন্ধ পেয়ে অজ্ঞাত কারণে নিরব রইলেন এলাকার বিধায়ক। প্রশ্ন কার স্বার্থে?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য