স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্লাস্টিকের ক্যারিব্যাগ উদ্ধার করল সদর মহকুমা প্রশাসন। শুক্রবার বিকালে সদর মহকুমা শাসক মানিক লাল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ধারাবাহিক ভাবে সদর মহকুমা প্রশাসন অভিযান চালিয়ে থাকে। শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানোর সময় একটি দোকানে বিপুল পরিমাণ প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায়।
মোট ৭০ বস্তা প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায়। প্রতি বস্তাতে ৩০ কেজি করে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ছিল। মোট ২১০০ কেজি প্লাস্টিকের ক্যারি ব্যাগ উদ্ধার হয়েছে। একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার অবৈধ। স্থায়ী, অস্থায়ী ও কোন ব্যক্তির কাছে ক্যারি ব্যাগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পৃথক পৃথক জরিমানা করা হয়। এইদিন যে দোকানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া গেছে, সেই দোকানে এইদিন দ্বিতীয় বারের মতো প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া গেছে। তাই দোকান মালিককে আইন মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।