স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : জল নিস্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেইন বন্ধ করে নয়া কালভার্ট নির্মাণের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ কৃষকদের। ঘটনা কমলপুরের উত্তর হালহালি এলাকায়। কৃষকরা এইদিন উত্তর হালহালি এলাকায় কমলপুর-আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। জানা যায় কমলপুর এরারপাড় থেকে-আমবাসা পর্যন্ত দীর্ঘ ৩৯ কিলোমিটার রাস্তাটি জাতীয় সড়কে উন্নিত করার জন্য ৯৪ কোটি টাকার কাজের বরাত পায় একটি নির্মাণ সংস্থা।
যথারীতি নির্মাণ সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করে। উত্তর হালহালি এলাকায় একটি কালভার্ট নির্মানের কাজ শুরু করা হয়। কিন্তু জল নিস্কাশনের কোন ব্যবস্থা রাখা হয় নি। ফলে বৃষ্টি হওয়ার সাথে সাথে বহু কৃষকের ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে কৃষকদের লাগানো ধান নষ্ট হয়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে এলাকার কৃষকরা মঙ্গলবার সকালে উত্তর হালহালিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধে সামিল হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিস। পুলিশ কথা বলে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার ম্যানেজারের সাথে। এবং বুধবার বিকালের মধ্যে জল নিস্কানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে কৃষকদের আশ্বাস দেয় পুলিশ। তারপর কৃষকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু ছোট বড় যানবাহন। এতে করে ভোগান্তির শিকার হতে হয় সাধারন যাত্রীদের। এখন দেখার বুধবারের মধ্যে কৃষকদের দাবি পূরণ হয় কিনা।