স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশের পথে অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দিতে আটক পঁয়তাল্লিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। সাথে আটক করা হয়েছে রাজ্যের এক পাচারকারীকেও। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ত্রিপুরায় পাচারের সময় বাজারীছড়া থানাধীন হাতিখিরা এলাকায় শ্রীভূমি জেলার পুলিশ অভিযান চালায়।
সেখানে এএস ০১ এডি ১৬৯৬ নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে দেড় লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় পুলিশ। সাথে আটক করা হয় সুশান্ত রুদ্রপাল নামের ত্রিপুরা রাজ্যের এক মাদক পাচারকারীকেও। অসম পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার হবে। সাথে ধৃত পাচারকারীর বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে বুধবার সকালে ধৃত ইয়াবা পাচারকারীকে শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে অসম পুলিশ।