Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যআত্মহত্যা কলেজ পড়ুয়া ছাত্রীর

আত্মহত্যা কলেজ পড়ুয়া ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : তেলিয়ামুড়া থানাধীন কড়ইলং শিশু বিহার এলাকায় নিজ ঘর থেকে ছাত্রীর দেহ উদ্ধার। মৃত ছাত্রীর নাম সুস্মিতা দাস। জানা যায়, অনেক আগেই সুস্মিতার মা মারা গেছে, বর্তমানে সুস্মিতা তার বাবা এবং ছোট বোন সহ তিনজনের সংসার। এক সময় সুস্মিতার বাবা বিশু দাস কর্মসূত্রে বহিঃ রাজ্যে থাকলেও বর্তমানে তেলিয়ামুড়াতেই রাজমিস্ত্রীর কাজের সাথে যুক্ত।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে দেখেন মেয়ের ঝুলন্ত দেহ। আরো জানান ঘটনার সময় বাড়িতে ছিল না তার ছোট মেয়ে। ছোট মেয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরই মধ্যে এই ঘটনা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কান্নায় ভেঙ্গে পড়ে মেয়েকে হারিয়ে সুস্মিতার পিতা। তবে আত্মহত্যা নাকি খুন সেটা স্পষ্ট হবে পুলিশের তদন্তের পর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য