স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। ত্রিপুরা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত আইনজীবীরা সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা সম্মিলিতভাবে সোমবার সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদারের নিকট। সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতি পদে সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন এইদিন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস জানান ওনাদের লক্ষ্য আইনজীবীদের স্বার্থ রক্ষা করা, সাধারন মানুষ যেন উচ্চ আদালতে বিচার পেতে কোন সমস্যা না হয় সেইটা দেখা। তিনি আরও জানান আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে কাগজে কলমে। কিন্তু এই ফান্ডে এখনো পর্যন্ত কোন অর্থ জমা করা হয় নি সরকারের পক্ষ থেকে। তাই সরকারের উপর চাপ দেওয়া হবে এই ফান্ডে অর্থ জমা করার জন্য। এতে করে সমগ্র রাজ্যের আইনজীবীরা উপকৃত হবে। পাশাপাশি নতুন আইনজীবীদের দুই বছর স্টাইপেন্ড প্রদানের দাবি জানান। একই সাথে তিনি সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আইনজীবীদের নিকট আহ্বান জানান।
অপরদিকে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার সরকারের নিকট দাবি জানান আইনজীবীদের স্বাস্থ্য বিমা করে দেওয়ার জন্য। এতে করে বিপদের সময় আইনজীবীরা কিছুটা সাহায্য পাবে। এইদিকে রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান ১০ আগস্ট সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। তার মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা রাখা হবে। ৩১ জুলাই মনোনয়নপত্র স্কুটিনি করা হবে। ১ আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। তারপর ব্যালট পেপার ছাপা হবে। নির্বাচনে মোট বৈধ ভোটার রয়েছে ২১৭ জন। তারমধ্যে সিনিয়র আইনজীবী রয়েছেন ১৫ জন। ২০২ জন রয়েছেন আইনজীবী। ১১ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ টি পদের মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও ৬ টি কার্যকরী সদস্যের পদ। নির্বাচিত কমিটি পরবর্তী দুই বছরের দায়িত্বে থাকবে। জানা যায় সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী দেবে বিজেপির লিগ্যাল সেল। যদিও এখনো তারা মনোনয়ন পত্র জমা দেয় নি। মঙ্গলবার বিজেপির লিগ্যাল সেলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবে বলে খবর।