Friday, September 13, 2024
বাড়িরাজ্যঅবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টরের ব্যাংক একাউন্ট হ্যাক করে প্রতারকরা হাতিয়ে নিল টাকা

অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টরের ব্যাংক একাউন্ট হ্যাক করে প্রতারকরা হাতিয়ে নিল টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টরের ব্যাংক একাউন্ট হ্যাক করে প্রতারকরা হাতিয়ে নিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা। প্রতারণার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম চিত্তরঞ্জন ঘোষ। তিনি আগরতলা শহরতলী পটো নগরের বাসিন্দা। উনার ব্যাংক একাউন্টে প্রায় চার লক্ষাধিক টাকা ছিল। গত কয়েকদিন ধরেই মোবাইল ফোনে লাগাতার ম্যাসেজ আসায় কিছুটা সন্দেহ হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী চিত্তরঞ্জন ঘোষের।

 তিনি রবিবার স্থানীয় একটি এটিএম -এ গিয়ে ১ হাজার টাকা তুলেন। তারপর এটিএম -এর স্কিনে দেখেন তার একাউন্টে মাত্র তিন লক্ষ টাকা রয়েছে। সোমবার দুপুরে গান্ধীগ্রাম স্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গেলে উনাকে জানিয়ে দেওয়া হয় উনার ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। পরবর্তী সময় তিনি বিএসএফ -এর ক্যাম্পের মধ্যে থাকা এসবিআই ব্যাংকে যান। সেখানে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ জানান একটি অভিযোগ লিখে জমা করার জন্য। যথারীতি অভিযোগ লিখে জমা দিয়ে স্থানীয় থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জানান। তারপর তিনি ছুটে আসেন সাইবার ক্রাইমে। সাইবার ক্রাইমে আসার পর উনার অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রতারণার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী চিত্তরঞ্জন বাবু।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য