Monday, February 17, 2025
বাড়িরাজ্যধূলার কারণে সড়ক অবরোধ

ধূলার কারণে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : নাগরিক পরিষেবা চরম অবহেলা শিকার সোনামুড়ায়। রাস্তার ধূলার কারণে সোনামুড়া শান্তি পল্লী এলাকার মানুষের দৈনন্দিন কাজ কর্মে ব্যাপক ব্যাঘাত ঘটছে। এরই প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে সোনামুড়া – বিলোনিয়া এবং সোনামুড়া -সীমান্তপুর সড়ক অবরোধ করে আমজনতা।

তাদের বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরকে বারবার ফোন করে জানানোর পরও তারা রাস্তায় জল ছিটিয়ে দেওয়ার কোন ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু অস্বাভাবিক ধূলার কারণে মানুষ বাড়ি থেকে পর্যন্ত বের হতে পারছে না। এ বিষয়ে সোমবার সকালে তাদের জল ছিটিয়ে দেওয়ার জন্য বলা হলে তারা বলেছিল সকাল সাড়ে ১১ টার মধ্যে জল ছিটিয়ে দেবে। কিন্তু পরবর্তী সময় তারা জল ছিটিয়ে দেয়নি। তাই অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানান তারা। সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য