Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩-তম প্রয়াণ বার্ষিকী উদযাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩-তম প্রয়াণ বার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ২৯-সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩-তম প্রয়াণ বার্ষিকী। তাই এআইডিএসও -র পক্ষ থেকে বটতলা এলাকায় কর্মসূচি আয়োজন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব। অপরদিকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দেশব্যাপী এই দিনটি ‘শিক্ষা বাঁচাও’ দিবস হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে কমিটির ত্রিপুরা শাখার উদ্যোগে সোমবার আগরতলা ষ্টেট মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যবৃন্দ। পরে বিদ্যাসাগরের জীবন, সংগ্রাম ও কর্মধারা নিয়ে আলোচনা করেন সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার নেতৃবৃন্দ। আলোচকগণ বলেন ব্রিটিশ শাসনাধীন ভারতে সামাজিক কূপমণ্ডুকতা, কুসংস্কার, জ্বরাগ্রস্ততা, অশিক্ষা সমাজ প্রগতির সামনে প্রধান বাধা হিসাবে দাঁড়িয়ে আছে। মহান বিদ্যাসাগর এইসব উপলব্ধি করে একদিকে সমাজসংস্কার অন্যদিকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও নারী শিক্ষার প্রসার ইত্যাদি নিয়ে আমৃত্যু প্রায় এককভাবে এমন সংগ্রাম পরিচালনা করেছেন যে এইরূপ দৃষ্টান্ত বিশ্বব্যাপী বিরল। বিধবা বিবাহ প্রচলন, বাল্য বিবাহ ও বহুবিবাহ রোধ এবং নারী শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করতে গিয়ে তিনি বহু বাধার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোন বাধাই তাঁকে দমন করতে পারেনি।

তিনি শিক্ষা বিস্তার করতে গিয়ে বিজ্ঞান ভিত্তিক কোর্স-কারিকুলাম, বাংলা ভাষার উন্নয়ন, বিদ্যালয় স্থাপন, শিক্ষক শিক্ষন ব্যবস্থা, বই ছাপানো সহ বহু অসম্ভব কাজ তাঁর প্রবল ত্যাজ ও নিষ্ঠার বলে সমাপণ করেছেন। কিন্তু স্বাধীন ভারতে সরকার একের পর এক আইন তৈরী করে জনগণের আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও সার্বজনিন শিক্ষার অধিকারকে কেড়ে নিচ্ছে। ১৯৮৬ সালের জাতীয় শিক্ষা নীতি, ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি চালু করে সরকারি ও বেসরকারি এই দুই ধরনের শিক্ষা, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা বাতিল, সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়কে বাদ দেওয়া, সর্বোপরি সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে জ্ঞান-বিজ্ঞান চর্চার রাস্তা রুদ্ধ করে শিক্ষাকে ব্যবসায়ীক পণ্যে রূপান্তরিত করেছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সরকারের এইরূপ জনবিরোধী পদক্ষেপকে প্রতিহত করতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য