Thursday, March 27, 2025
বাড়িরাজ্যতীর্থমুখ ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়ল তিনজন

তীর্থমুখ ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়ল তিনজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনের নিরাপত্তা না থাকার কারণে পর্যটন কেন্দ্র গুলির মধ্যে গিয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। বকাটে যুবকরা নিজেদের এলাকার দাবি করে পর্যটকদের জীবন ঝুঁকিতে ফেলছে। এ ধরনের দৃশ্য দেখা গেল সোমবার। এদিন যান দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পেল তিন যুবক যুবতী।

ঘটনা যতনবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর থেকে তিন যুবক যুবতী তীর্থমুখ ঝর্নায় স্নান করে আসার পথে যতনবাড়ির অজিত দাস নামে এক বখাটে যুবক তার সঙ্গপঙ্গ নিয়ে তীথমুখ ঝর্নায় গিয়ে বাক বিতন্ডা করে। তাতে ওই  যতনবাড়ি শান্তি কলোনির উশৃংখল যুবক অজিত দাস তার সঙ্গপঙ্গ নিয়ে অমরপুর থেকে আসা সেই পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। তাতে অমরপুর থেকে আসা যুবক যুবতীরা ঝর্ণা থেকে বের হয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

গুরুতর ভাবে আহত হয় বাইকে থাকা দুই মহিলা। এই ঘটনা যতনবাড়ি এলাকার মানুষ দেখতে পেয়ে ধাওয়া করা উশৃংখল যুবকদের আটক করে উওর মধ্যম দিয়ে যতনবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে যতনবাড়ি ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এভাবে পর্যটন কেন্দ্র গুলি নিরাপত্তাহীনতার শিকার হলে আগামী দিনে রাজ্যে আসা বিদেশি পর্যটকদের কাছে ত্রিপুরার মর্যাদা নষ্ট হতে পারে। এমনটাই ধারণা সচেতন মহলের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য